নিজস্ব সংবাদদাতা,নিউজফ্রন্টঃ
ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক উসমান গণির জীবনাবসান ঘটল আজ বুধবার সকালে।
ভাবতা গ্ৰামেরই উসমান বাবু নিয়মানুবর্তিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল বলে জানা গেছে।এই কারণেই তিনি ছাত্রছাত্রীদের কাছে ‘ঘড়ি স্যার’ হিসাবে পরিচিত ছিলেন।এলাকায় এমনও শোনা যায় যে কর্মজীবনে তিনি একদিনও ছুটি নেননি। ইতিহাসের মত বিষয়কেও তিনি প্রাণবন্ত করে পড়াতেন। ছাত্রছাত্রীদের ভালো নম্বর পাওয়ার জন্য আলাদা করে নোটও তৈরি করে দিতেন। ইতিহাসের শিক্ষক হলেও অন্যান্য বিষয়ে তিনি সমানে দক্ষ ছিলেন।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র তথা বর্তমানে শিক্ষকতার পেশায় যুক্ত আবু সাঈদ নিউজফ্রন্টকে জানান, ” শিক্ষকতাই ছিল উনার ধ্যান জ্ঞান।শিক্ষকতা উনার পেশা নয়, ছিল ব্রত। স্যারের এক হাতে একটা ছাতা থাকত।মনে পড়ে খেলাধুলায় ধূলোয় আজিজিয়া হাইমাদ্রাসা চ্যাম্পিয়ন হলে স্যার ঐ ছাতা নিয়ে লাফিয়ে উঠতেন।”
মাদ্রাসার প্রধান শিক্ষক আনওয়ারুল হক বলেন, “আমি মাদ্রাসায় যোগদানের আগেই তিনি অবসর নেন।সিএল এর ব্যপারে বলতে পারবোনা, তবে আমার জানা মতে তিনি কর্মজীবনে মেডিকেল লিভ নেননি। ইতিহাসের স্বনামধন্য শিক্ষক ছিলেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584