শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি ইসলাম ধর্ম পরিত্যাগ করে হিন্দুত্বে দীক্ষা নিলেন। সোমবার সকালে দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত বৈদিক মন্ত্রপাঠ ও যজ্ঞের মাধ্যমে রিজভিকে হিন্দুত্বের দীক্ষা দেন, এমনই জানিয়েছে জাতীয় স্তরের সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দুস্থান টাইমস’-এর সহযোগী সংস্থা লাইভ হিন্দুস্থান।
ধর্ম পরিবর্তনের পরে ‘ত্যাগী সম্প্রদায়’-এর অন্তর্ভুক্ত হলেন। একই সঙ্গে পরিবর্তিত হল তাঁর নামও; ওয়াসিম রিজভির পরিবর্তে এখন তিনি জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী। দাসনা দেবী মন্দিরে শিবলিঙ্গে দুধ উৎসর্গ করে রিজভি এখন ত্যাগী।
উল্লেখ্য, ধর্ম পরিবর্তনের পরে রিজভি জানিয়েছেন সনাতন ধর্ম বিশ্বের সব চাইতে পবিত্র ধর্মে দীক্ষিত হওয়ার জন্যে তিনি ভেবেচিন্তেই ৬ ডিসেম্বরের মত পবিত্র দিন বেছে নিয়েছেন কারণ এদিনই ১৯৯২ সালে ধ্বংস হয়ে যায় বাবরি মসজিদ । রিজভি আরও বলেন যে এখন থেকে তিনি হিন্দু ধর্মের জন্য কাজ করবেন। এমনকি রিজভি এও বলেন এদিন যে, মুসলিমরা কোনদিন কোন রাজনৈতিক দলকে ভোট দেননি তাঁরা শুধুই হিন্দুত্বের বিরোধীদের ভোট দিয়েছেন।
আরও পড়ুনঃ সুধা ভরদ্বাজের জামিনের বিরোধিতার দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে এনআইএ
তবে রিজভির ধর্ম পরিবর্তন শুধুই কি ধর্মীয় কারণে? অনেকেই অবশ্য অন্য কথা বলছেন। রিজভির লেখা হজরত মহম্মদ সম্পর্কে একটি বই প্রকাশ হয় গতমাসে। বইয়ের প্রচ্ছদে দেখা যায় এক পুরুষের ছবি এবং তাঁর সঙ্গে রয়েছেন প্রায় নগ্ন এক মহিলা। এই বই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় রিজভিকে।
আরও পড়ুনঃ ক্রিপ্টোকারেন্সি বিল সম্পর্কে কি বললেন অর্থমন্ত্রী! কি থাকতে পারে বিলের খসড়ায়
এছাড়াও বইতে হজরত মহম্মদ সম্পর্কে বেশ কিছু অবমাননাকর মন্তব্য করেন রিজভি যার জেরে অল ইন্ডিয়া শিয়া পারসোনাল ল বোর্ড সহ বেশ কিছু সংগঠন আইনি নোটিশ পাঠায় তাঁকে এবং তার মধ্যে কিছু আবার উত্তরপ্রদেশ সরকারকে এফআইআর করারও আবেদন জানিয়েছে। সব মিলিয়ে বেশ বিপাকেই ছিলেন রিজভি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584