শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
প্রয়াত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন বিদেশসচিব কলিন পাওয়েল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। কলিন পাওয়েলের পরিবারের পক্ষ থেকে ফেসবুকে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, পাওয়েল কিছু দিন আগেই কোভিডে আক্রান্ত হন ও কোভিড-সংক্রান্ত জটিলতাতেই মৃত্যু হয়েছে তাঁর। উল্লেখ্য, করোনা টিকার দু’টি ডোজ়ই তাঁর নেওয়া ছিল, একথা জানানো হয়েছে পাওয়েলের পরিবারের বিবৃতিতে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের সময়ে বিদেশসচিব ছিলেন কলিন। ৯/১১-এ মার্কিন যুক্তরাষ্ট্রে যে সন্ত্রাসবাদী হামলা হয় তারপরেই আমেরিকা শুরু করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধের অন্যতম কারিগর ছিলেন কলিন পাওয়েল। সে সময় রাষ্ট্রপুঞ্জে তিনি এক গুরুতর ভুল তথ্য দেন। পাওয়েল বলেছিলেন, ‘‘সাদ্দাম হুসেনের কাছে যে জৈব ও রাসায়নিক মারণাস্ত্র আছে, তার অকাট্য প্রমাণ আমেরিকার হাতে রয়েছে। তাঁর দেওয়া এই ‘ভুল তথ্যের’ উপরে ভিত্তি করেই ইরাকে হামলা চালায় মার্কিন সেনা বাহিনী।
আরও পড়ুনঃ চিনা সেনার মোকাবিলায় ত্রিশূল, ব্রজের মতো ‘সনাতনী’ হাতিয়ার তৈরি করল ভারত
যদিও এই কারণে পরবর্তীকালে অনুশোচনা প্রকাশ করেন পাওয়েল নিজেই। রাজনীতিতে আসার আগে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সেনা আধিকারিক কলিন পাওয়েল। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584