শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বন্ধ করে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের অধিনস্ত দক্ষিণ দিনাজপুর জেলার ৪০ টি শিশু শ্রমিক বিদ্যালয়। পরিবার নিয়ে পথে বসল শিক্ষক অশিক্ষক কর্মীরা। এই বিদ্যালয়গুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে বলেই দাবি উঠেছে।
জানা গেছে, শিশু শ্রমিকদের পঠন পাঠনের জন্য প্রায় ২২ বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলায় তৈরি হয় এই বিদ্যালয়। কেন্দ্রীয় সরকারের অধীনস্ত শিশু শ্রমিক স্কুলগুলি চালায় এনজিও সংস্থা। একেকটি স্কুলে শিক্ষক অশিক্ষক কর্মী রয়েছেন ৪ জন করে মোট ১৬০ জন। এছাড়া আরও ১৪ জন কর্মী রয়েছেন ভকেশনাল ইন্সট্রাক্টর হিসেবে।
আরও পড়ুনঃ পাগলিগঞ্জে ছাত্র মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অভিভাবকদের
জেলায় এই স্কুলগুলিতে মোট পড়ুয়া রয়েছে এক হাজার আটশোরও (১৮০০) বেশি। পেটের দায়ে যেসব শিশুরা কারখানা ও বিভিন্ন দোকানে কাজ করে তাদের উদ্ধার করে এই স্কুলগুলিতে পাঠানো হয় শিক্ষাদানের জন্য।
মাসিক ৪০০ টাকা করে এই পড়ুয়াদের বৃত্তি প্রদান করে সরকার, যাতে পঠনপাঠনে আগ্রহ থাকে এদের। এই প্রকল্পের টাকা বরাদ্দ হয় কেন্দ্রীয় সরকার থেকে। কিন্তু ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জানিয়ে দেওয়া হয় স্কুলগুলি আপাতত কয়েকমাস বন্ধ রাখা হবে। এতেই দিশেহারা হয়ে পরে শিক্ষক থেকে অশিক্ষক কর্মীরা।
অনুপ রঞ্জন দাস-সহ অনান্য শিক্ষক অশিক্ষক কর্মীরা জানান, তাদের একমাত্র কর্মসংস্থান ছিল এইটি। এছাড়া শিশু শ্রমিকদের স্বার্থে এই স্কুলগুলি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ সাধারণ ধর্মঘটকে সফল করতে কালিয়াগঞ্জে বাম কংগ্রেস জোটের মিছিল
অথচ সার্ভের নাম করে কয়েকমাস স্কুল চলবে না বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে এনজিও গুলির মাধ্যমে। এ নিয়ে কোনও লিখিত অর্ডারও নেই।
আগেও তিন বছর অন্তর সার্ভে হয়েছে। কিন্ত কখনও স্কুল বন্ধ রাখার নির্দেশ আসেনি। তারা মনে করছেন চক্রান্ত করে শিশু শ্রমিক স্কুলগুলি তুলে দেওয়ার চেষ্টা চলছে। তারা এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584