পুজো শেষ হতেই শুরু চোরের উপদ্রব, তালা ভেঙ্গে চুরি ৪০ হাজার টাকা

0
70

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

forty thousand rupees stolen after puja | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার গভীররাতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার ব্যর্ত্তাহাট বাজারে ভীমদেব ভ্যারাইটি ষ্টোরে চুরি করে কয়েকজন দুষ্কৃতি।

দোকানদার দেবাশীষ প্রামাণিক এর অভিযোগ ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। ভোর ৪টের সময় এলাকাবাসীরা ও কিছু দোকানদার এর মাধ্যমে জানতে পারেন দোকানের তালা ভাঙ্গা। হন্তদন্ত হয়ে এসে দেখেন দোকানের দরজা ভাঙ্গা, দোকানের ভেতরে সমস্ত মালপত্র লন্ডভন্ড। দোকানের কিছু দামি মালপত্রসহ নগদ প্রায় ৪০ হাজার টাকা চুরি হয়েছে।

forty thousand rupees stolen after puja | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চুরির এক সপ্তাহের মধ্যে পুলিশের জালে চোর

বাজার কমিটির সম্পাদক অভিজিৎ পাত্র বলেন, এর আগে, ছোটখাট অনেক চুরি হয়েছে তবে এলাকায় চোরের উপদ্রব আগের তুলনায় অনেক বেড়েছে। বিগত কয়েকদিনের মধ্যে বাজার লাগোয়া নাড়াদাড়ি, আলাশুলি, গুড়িয়া গ্রামের বেশকিছু বাড়িতে চুরি হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে এই ব্যাপারে নজর রাখার জন্য। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here