কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলার কাঁথি গ্রামে একটি পূর্ন বয়স্ক স্ত্রী দাঁতালের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য।
কি করে মৃত্যু হল দাঁতালের সেই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।শনিবার সকাল বেলায় মানুষ জন দেখতে পায় সিদ্ধেশ্বর মাহাত ধান জমিতে মৃত অবস্থায় পড়ে আছে একটি দাঁতাল।কিন্তু কি করে মারা গেল তা এখনও স্পষ্ট নয় ।ঘটনাস্থলে নয়গ্রামের বনদপ্তর তদন্তে নামে। বনদপ্তরের প্রাথমিক অনুমান ধান জমিতে দেওয়া কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে ঐ দাঁতালের,নাকি কারেন্ট শক খেয়ে মারা গেছে তা এখনও পরিষ্কার হয়নি।ময়না তদন্তের জন্য হাতির দেহ নিয়ে যাওয়া হয়েছে নয়াগ্রামের বিট অফিসে।ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারন।
বনদফতর সুত্রে জানা যায়,ওড়িশা থেকে আসা প্রায় পঁয়তিরিশটির বেশি হাতি নয়াগ্রাম ব্লকের বিভিন্ন জঙ্গলে ঘোরাঘুরি করছে। উল্লেখ্য ওড়িশা, ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে বিভিন্ন সময় হাতির দল জঙ্গলমহলে ঢুকে রেসিডেন্সিয়াল হয়ে পড়ে। ফলে হাতির হানায় ফসলের ক্ষতি ও বাড়িঘর ভাঙার পাশাপাশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। বিভিন্ন সময় ইলেক্ট্রিক শক্, রেললাইন পারাপার, বিষক্রিয়া তে হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবিষয়ে খড়গপুর বন বিভাগের ডিএফও অরূপ মুখ্যোপাধ্যায় জানান, নয়াগ্রামে একটি প্রাপ্ত বয়স্ক হাতির মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারনে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। নয়াগ্রাম এলাকায় উপদ্রপ রয়েছে দলমার। আপাতত হাতিটিকে উদ্ধার করে নয়াগ্রাম রেঞ্জে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুনঃ রাতভর বোমাবাজি ,তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল সবং
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584