পিয়ালী দাস, বীরভূমঃ
মহম্মদ বাজার থানার ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে এক তৃনমূল কর্মীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম রামচন্দ্র গঁড়াই । বাড়ি মহম্মদ বাজার পঞ্চায়েতের লোহাবাজার সংসদে । জানা গিয়েছে, গত সোমবার তৃনমূলের ২১ শে জুলায়ের সমাবেশের প্রচার মিছিল সেরে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর একটি নম্বর থেকে ফোন এলে সে বেরিয়ে যায় তারপর আর ফেরেনি । আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ তার দেহ উদ্ধার করল পুলিশ ।
গলায় নাইলন বস্তা জড়ানো রয়েছে সঙ্গে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । রামচন্দ্র গড়াই এর স্ত্রী শান্ত্বনা গড়াই এর দাবি তার স্বামী কে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে । এমনকি শান্ত্বনা গড়াই এর দাবি যে তারা মাঝ রাতে বাড়ি থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পায় কিন্তু বাড়িতে পুরুষ মানুষ না থাকায় শ্বাশুড়ী বৌমা বাড়ি থেকে একা বাইরে যেতে পারেনি। তার পরে আজ সকালেই বাড়ির পাশেই একটা বাঁশ ঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করে মহম্মদ বাজার থানার পুলিশ । এই ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদ বাজার থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584