নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ত্রিতল ভবনের নির্মাণ কাজে শিলান্যাস হল আলিপুরদুয়ার জেলার কুমার গ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে।এই উলপক্ষ্যে রবিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তির্কি, কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর,শহীদ ক্ষুদিরাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার ডঃ আব্দুল কাদের সাফিলি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্মৃতিকান্ত বর্মন সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,”এই কলেজের ছাত্রছাত্রী সংখ্যা অনেক বেশি,সেই তুলনায় শ্রেণী কক্ষ অনেক কম।সেই বিষয়টি মাথায় রেখে নতুন বিল্ডিং নির্মানের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে।”কলেজের নতুন ভবন তৈরির খবরে খুশি অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা।
আরও পড়ুনঃ মহালয়ার প্রভাতের আগেই ধুলো ঝেড়ে প্রস্তুত রেডিও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584