নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
প্রচুর পরিমাণে মাদকদ্রব্য ও টাকা সহ চার পাচারকারীকে গ্রেফতার করেছে মালদহের কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বৃহস্পতিবার রাতে কালিয়াচকের নারায়নপুর হাসপাতাল পাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাদের। শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
সন্দেহ করা হচ্ছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকাগুলি মাদক দ্রব্য বিক্রি করে জোগাড় করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় নারায়নপুর হাসপাতাল পাড়া এলাকায়। হারমুজ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক দ্রব্য। সঙ্গে গ্রেফতার করা হয় এক মহিলা সহ ৪ জনকে।
আরও পড়ুনঃ বন্যা কবলিত এলাকাবাসীর দুর্দশার কথা শুনলেন বিধায়ক
ধৃতরা হল সুফিয়া বিবি(৪০), হারমুজ শেখ(৪৭), মহম্মদ কুরবান শেখ(২১) ও হেদায়েতুল্লাহ শেখ(২৭)। তাদের প্রত্যেকের বাড়ি নারায়নপুর হাসপাতাল পাড়ায়। উদ্ধার হয়েছে ২৬৮ গ্রাম ব্রাউন সুগার, ৫১২ গ্রাম আফিম আঁঠা ও ১০ লক্ষ ১২ হাজার ৫০০ ভারতীয় টাকা। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584