সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে নদীতে তলিয়ে গেল চার কিশোর। বহরমপুর ও ডোমকলে দুই পৃথক ঘটনায় শোকের ছায়া জেলা জুড়ে। বুধবার সকালে বহরমপুরে নিয়াল্লিশপাড়া ঘাটে নদীতে স্নানে নেমে তলিয়ে যায় দুই কিশোর। দুজনের উদ্দেশ্য ছিল নদীতে স্নান করার, সাঁতার কাটার । দুজনের মধ্যে একজন সাঁতার জানলেও দুর্ঘটনার শিকার হয় দুজনেই। তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম সোহম ঠাকুর , অর্ঘদীপ মিশ্র। দুই কিশোর মোহনরায় পাড়ার বাসিন্দা। একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনার পরেই ঘাটে ভিড় স্থানীয়দের। ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলরও । বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর উদ্ধার হয় সোহম ঠাকুরের দেহ।
এদিন দুপুরেই বহরমপুরের পর ডোমকলে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় দুই কিশোর। মুর্শিদাবাদের ডোমকল থানার ফতেপুর ঘাটে ভৈরব নদীতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, স্নান করতে গিয়েই জলে তলিয়ে যায় দুই কিশোর । দুই কিশোরের নাম রিজিয়ন আনসারী (১৭) এবং নয়ন আনসারী (১৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, চার বন্ধু মোটর বাইক নিয়ে ভৈরব নদীতে স্নান করতে এসেছিল । দুই বন্ধু জলে স্নান করতে নেমে তলিয়ে যায়। উদ্ধার করতে জলে ঝাঁপ দেন স্থানীয়রা। যদিও দুজনের মধ্যে কাউকেই বাঁচানো যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584