পরিযায়ী শ্রমিকদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত মালদহে

0
145

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনের মেয়াদ যেমন বেড়েছে, সেই সঙ্গে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে মালদহে ৪ জনের করোনা ধরা পড়েছে। মালদহ জেলায় এর আগে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার হরিশচন্দ্রপুরে ৪ জনের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ

EHC hospital | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার রাতে যে ৯৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তার মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এদিন যাদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, তাঁরা ২ দিন আগে রাজস্থানের আজমের থেকে সরকারি উদ্যোগে বাড়ি ফিরে এসেছেন। আক্রান্ত ওই ৪ জন মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকের বাসিন্দা। এদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা। তবে তাঁদের বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে ১৭ জন স্বাস্থ্যকর্মী

মালদহ জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ওই ৪ জনকে চিহ্নিত করে গভীর রাতেই কোভিড হাসপাতালে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে তাঁদের পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে মালদহে মোট ৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। এর মধ্যে প্রথম আক্রান্ত এদিন সুস্থ হয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে।

অন্যদিকে, মানিকচক ও রতুয়াকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু হরিশ্চন্দ্রপুরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here