হোম কোয়ারান্টাইনের মানুষদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছনোর সিদ্ধান্ত চার পুরসভার

0
30

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

পুরসভা এলাকায় হোম কোয়ারান্টাইনে থাকা মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল উত্তর দিনাজপুর জেলার পুরসভাগুলি। রায়গঞ্জ পুরসভা ইতিমধ্যে তাদের হেল্পলাইন ফোন নম্বর ঘোষনা করেছে।

municipality | newsfront.co
নিজস্ব চিত্র

পুরসভার হেল্পলাইন নম্বর ০৩৫২৩-২৪২৫৬৩ বা এলাকার কাউন্সিলরের কাছে ফোন করে নিজের প্রয়োজনীয় জিনিস সম্পর্কে জানাতেই পুর আধিকারিকেরা বা স্থানীয় কাউন্সিলর ওই সামগ্রী নিয়ে দ্রুত হাজির হবেন ওই ব্যক্তির কাছে। জেলার অন্য পুরসভাগুলি- কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা তাদের এলাকার পুর কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করতে এলাকাবাসীদের অনুরোধ করেছে।

আরও পড়ুনঃ লক ডাউনের দিনে খোলা জরুরি পরিষেবা

যার ফলে কোনভাবেই পুর এলাকার মানুষের বাইরে বেরোনোর প্রয়োজন নেই। লকডাউনের সময় জরুরি পরিষেবা হিসেবে এই পদ্ধতি কার্যকর থাকবে। পৃথিবীজুড়ে করোনা ভাইরাস রুখতে বিভিন্ন দেশ নানান পদক্ষেপ নিচ্ছে। পিছিয়ে নেই ভারতও।

গতকাল বিকেল পাঁচটার পর থেকে ২৭ তারিখ রাত বারোটা পর্যন্ত ইতিমধ্যেই রাজ্যে লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই গুরুতর সময়ের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা করেছে পুরসভাগুলি। লকডাউন থাকলেও মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলিকে এর আওতার মধ্যে রাখেনি রাজ্য সরকার।

খাবার , দুধ, পেট্রোপণ্যতে ছাড় দেওয়া হয়েছে। তবে যে সকল ব্যক্তি হোম কোয়ারান্টাইনে রয়েছেন তাদের প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ করেছে রায়গঞ্জ পুরসভা। ইতিমধ্যেই রায়গঞ্জ পুরসভা এলাকায় ২৫ জনেরও বেশি মানুষ বিভিন্ন ওয়ার্ড এলাকায় হোম কোয়ারান্টাইনে রয়েছেন। তাঁদের সুবিধার্থে পুরসভার বিশেষ নম্বর চালু করেছে রায়গঞ্জ পৌরসভা।

এই বিষয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন , “পুরসভা এলাকায় হোম কোয়ারান্টাইনে থাকা মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা। তাঁরা সরকারের প্রদত্ত হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন বা আমাদের সরাসরিভাবে রায়গঞ্জ পুরসভায় ফোন করলে প্রয়োজনীয় জিনিস দ্রুত তাঁদের বাড়ি পৌঁছে দেব। এর জন্য সবসময়ই আমরা তাঁদের সাহায্য করতে প্রস্তুত ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here