সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ। শনিবার সন্ধ্যাবেলা অভিযান চালিয়ে ডোমকল বক্সিপুর পিচ রাস্তা এলাকার কাটাকোপরা কুঠী থেকে সন্দেহভাজন দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ বড়ঞা ব্লকের কৃতী ছাত্র-ছাত্রীদের জামায়াতে ইসলামী হিন্দের সম্বর্ধনা
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ধৃত এক ব্যক্তির নাম হাসানুজ্জামান ওরফে হাসান(১৮), তিনি রায়পুর সর্দারপাড়ার বাসিন্দা। অপরজনের নাম ওয়াসিম আক্রাম (২১) আলিনগর মোল্লাপাড়ার বাসিন্দা। এই দুজনের কাছ থেকে একটি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও বাগডাঙ্গা বাজার থেকে চারুনগরের বাসিন্দা অজিত মন্ডল(৩৮) কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ অন্যান্য ধারায় মামলা রুজু করেছে ডোমকল থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584