ভুয়ো রেলকর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার চার

0
45

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

সোমবার রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার দক্ষিণ বারাশত বেলিয়াডাঙ্গার একটি বাড়ি থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে। যারা নিজেদের রেলের অফিসার বলে মিথ্যা পরিচয় দিয়ে ওই বাড়িতে ভাড়া থাকত। অভিযোগ, সাধারণ মানুষকে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বড় অঙ্কের টাকা আদায় করছিল তারা।

arrested people | newsfront.co
নিজস্ব চিত্র

চাকরির প্রতিশ্রুতি দিয়ে এভাবে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করার কথা জয়নগর থানার পুলিশ জানতে পারে।গত কাল রাতে পুলিশ আচমকাই ঘিরে ফেলে দক্ষিণ বারাশত বেলিয়াডাঙ্গার ঐ ভাড়া বাড়িটি। চারজনকে ঐ ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ এবং ওই বাড়ি থেকে চাকরি সংক্রান্ত নানান নথি, জাল কাগজপত্র, চাকরির আবেদনপত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

ধৃত চার জনের নাম মোঃ নাসির আরাফাত, গৌতম ঘোষ, গোপীনাথ নস্কর ও উত্তম দেবনাথ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মোহাম্মদ নাসির আরাফাত মালদহ জেলার নাগেশ্বর পুরের রসিলদহ গ্রামের বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি গৌতম ঘোষ,তার বাড়িও মালদহ জেলার কালিয়াচকের চারাবাবাপুর গ্রামে। তৃতীয় ব্যক্তির নাম গোপীনাথ নস্কর, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার দক্ষিণ বারাশত বালিয়াডাঙ্গা গ্রামে।

আরও পড়ুনঃ ফের মাদক সহ গ্রেফতার মালদহে

গোপীনাথ নস্কর ঐ ভাড়া বাড়ির কেয়ার টেকার বলে জানা গিয়েছে এবং চতুর্থ ব্যক্তির নাম উত্তম দেবনাথ, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জিবনতলা থানা এলাকায়।এই প্রতারণা চক্রের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।অভিযুক্তদের আজ বারুইপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here