প্রাইভেট গাড়ি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত চার

0
38

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

উত্তরপ্রদেশের লক্ষণও – দিল্লি হাইওয়েতে ইটাহা জেলার ছবিয়া থানা এলাকায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। জানা যায়, প্রাইভেট গাড়ির সাথে একটি ট্রেলারের মুখোমুখ সংঘর্ষ হয়। যার জেরে নিহত হন একই পরিবারের চারজন সদস্য । নিহতদের মধ্যে তিনজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে, এবং অপর একজনের বাড়ি কলকাতায়।

road accident | newsfront.co
দূর্ঘটনায় মৃত্যু চার জনের। নিজস্ব চিত্র

মৃতদের নাম শ্রীকান্ত মাইতি, মাইতি, অরিজিৎ বিশ্বাস ও অনন্যা মাইতি বিশ্বাস।
শ্রীকান্ত বাবু তমলুক পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসে এল এণ্ড এল আর ডিপার্টমেন্ট এ চাকরি করতেন। এখানেই স্ত্রী কে নিয়ে থাকতেন তিনি।

আরও পড়ুনঃ লরির ধাক্কায় মৃত্যু পথচারীর

road accident | newsfront.co
পরিবারের সদস্য। ফাইল চিত্র

শ্রীকান্ত বাবু গ্রাম্য বাড়ি মহিষাদল থানার অমৃতবেড়িয়া এলাকায়। অপদিকে মেয়ে অনন্যা ও জামাই অরিজিৎ চাকরি সূত্রে দিল্লিতে থাকেন।

গত ৭ তারিখ সেখানে মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেনতিনি। গতকাল রাতে হাইওয়েতে গাড়িতে করে যাওয়ার সময় কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলার গাড়িটির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের।

family | newsfront.co
পরিবারে শোকের ছায়া। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পণের বলি, গৃহবধূ খুনের অভিযোগ

অপর দিকে মেয়ে অনন্যা ও চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ভোররাতে মৃত্যু হয় তাদের বলে সূত্রের খবর।

ইটাহা পুলিশ পরিচয় জানতে পেরে তমলুকে শ্রীকান্ত বাবুর বন্ধু কে ফোন করে পুরো ঘটনা জানান। এরপর নিশ্চিত হওয়ার পর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই ছবিয়া থানার উদ্দেশে রওনা দিয়েছেন। গ্রাম্য বাড়ির লোকজন সবাই তমলুকে ডিএম কোয়ার্টার এলাকার আবাসনে পৌঁছেছেন বলে খবর। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here