করোনা সংক্রমণে আক্রান্ত কোতোয়ালী থানার চারজন পুলিশকর্মী

0
62

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর

করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমশ বেড়েই চলছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। এবার করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল কোতোয়ালী থানার চার পুলিশ কর্মীর। তাদের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। কয়েকজনের সামান্য উপসর্গ ছিল।জেলার আরও কয়েকটি থানার পুলিশ কর্মীরাও এর আগে আক্রান্ত হয়েছিলেন, অনেকেই সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন।

police station | newsfront.co
ফাইল চিত্র

আবার অনেকে এখনও বিভিন্ন করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেদিনীপুর আয়ুস করোনা হাসপাতালের দুই কর্মীও করোনাতে আক্রান্ত হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একাধিক রুগীর করোনা ধরা পড়েছে। যার ফলে হু হু করে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা এলাকায় একই পরিবারের তিনজন করোনাতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরেও সম্পূর্ণ লকডাউন, মেট্রো-লোকাল ট্রেন চালালেও আপত্তি নেইঃ মুখ্যমন্ত্রী

বুধবার পুলিশের পক্ষ থেকে ওই এলাকাটিকে শিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেভাবে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছে তাতে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here