দুর্ঘটনায় মৃত্যু চার পুলিশকর্মীর

0
116

সুদীপ পাল, বর্ধমানঃ

ডিউটি শেষ করার পর একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন পুলিশ বিভাগের চার গাড়ি চালক। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর মেমারি পালসিট উড়ালপুলের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয় তিনজনের। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত পুলিশকর্মীদের নাম বাদল সরকার (৪০), অনুপ কুমার বালা(৪২), প্রবীর কুমার হাটি(৫২) ও বিশ্বজিৎ সামুই(৫০)।

Four policemen died in an accident
প্রতীকী ছবি।

বাদলবাবু বর্ধমান শহরের বিধানপল্লীর বাসিন্দা ছিলেন। হুগলির গোঘাটের বাসিন্দা ছিলেন বিশ্বজিৎবাবু, টিটাগড় শান্তিনগরের বাসিন্দা অনুপবাবু ও হুগলির আরামবাগের বাসিন্দা প্রবীর বাবু। এদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলিতে।

পুলিশের দাবি, একটি যাত্রীবাহী গাড়িতে মেমারি যাচ্ছিলেন এই চারজন। পালসিট উড়ালপুলের কাছে বালি বোঝাই একটি লরি আচমকা সামনে দাঁড়িয়ে পড়ে। পিছনে থাকা পুলিশকর্মীদের গাড়ি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে সজোরে ধাক্কা মারে সেটিতে। পুলিশকর্মীদের লাল রংয়ের গাড়ির সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) প্রিয়ব্রত রায় গাড়ি দুটি পরীক্ষা করেছেন। মেমারি থানায় লরি চালকের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ ভাবে গাড়ি চালানো এবং অসতর্কতার কারণে চারজনের মৃত্যু ঘটানোর মামলা রুজু করা হয়েছে। দেখা যায়, লরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি লরির পিছনে ধাক্কা মারা হয় তাহলে সামনের অংশ কিভাবে ক্ষতিগ্রস্ত হল- তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন মুখোমুখি ধাক্কা লাগার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here