নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে একটি চোদ্দফুট লম্বা অজগর লোকালয়ে বেরিয়ে ছাগল খেয়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট – বীরপাড়া ব্লকের পিংকি চৌপথি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানাগাছে, পিংকি চৌপিথি এলাকার জনৈক একটি ছাগল বুধবার বিকেলে খেয়ে ফেলে ছাগলটি। স্থানীয় মাঠে চরে বেড়াচ্ছিল ছাগলটি মাঠের পাশেই একটি ঝোপে লুকিয়েছিল ছাগল খেকো অজগর। ঝোপের কাছে যেতেই ছাগলটিকে ধরে ফেলে অজগরটিকে।
সেই সময় বার বার বনদফতরে খবর দেওয়া হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেনি। ছাগল গিলে ফেলার পর উদ্ধারকারী দল নিয়ে এলাকায় আসে বন দফতর। জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট রেঞ্জের রেঞ্জ অফিসার খগেশ্বর কার্জী বলেন, ” বন্য জন্তু শিকার ধরার সময় বিরক্ত করা যায় না। ছাগলের ক্ষতিপুরনের বিষয়টি দেখা হচ্ছে। তবে এক্ষেত্রে বন দফতরের কিছু করার নেই। জঙ্গল লাগোয়া এলাকায় মাঝে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584