গ্রামের মঙ্গল কামনায় চৌদ্দ মাদল উৎসব

0
216

সিমা পুরকাইত, দক্ষিণ চব্বিশ পরগনাঃ

fourth festival for village reputation
নিজস্ব চিত্র

গ্রামের মঙ্গল কামনায় চৌদ্দ মাদল উৎসব অনুষ্ঠিত হল দক্ষিন সুন্দরবনে। নামখানা ব্লকের দ্বারিকনগর গ্রামে কুড়ি হাজারেরো বেশি ভক্ত ভিড় জমান উৎসব প্রাঙ্গনে।

চোদ্দ মাদলের সাংগঠনিক প্রধান ছিলেন বিদ্যুৎ কুমার দ্বিন্দা। জানা গেছে বিগত তিন বছর ধরে চলে আসছে চৌদ্দ মাদল উৎসব। রাধা মাধবের সামনে ২৪ প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন,তারক ব্রহ্ম নাম,ভাগবৎ পাঠ, পালা কীর্তন, রাসলীলা ,দধিমঙ্গল পসরা চলছে।

আরও পড়ুনঃ ধামসা মাদলে সূচিত লোক সংস্কৃতি উৎসব

পাঁচদিন ব্যাপি প্রবীন নবীনদের মাদলের তালে উৎসব মুখর হয়ে ওঠে দক্ষিন সুন্দরবনের প্রত্তন্ত গ্রাম । সঙ্গে প্রতিদিন চলছে ভক্তদের অন্নভোগ বিতরন। এই অনুষ্ঠানের সাংগঠনিক প্রধান বিদ্যুৎ কুমার দ্বিন্দা বলেন গ্রামের মঙ্গল কামনায় ও প্রকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে এই উদ্দ্যোগ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here