স্ট্রাটেজিতে বাজিমাত, দু’যুগ পরে বিশ্বজয়ী ফ্রান্স

0
113

 

স্পোর্টস ডেস্কঃ

স্ট্রাটেজিতে বাজিমাত করে দু’যুগ পরে বিশ্বজয়ী হল ফ্রান্স।মন জিতল ক্রোয়েশিয়া, ট্রফি জিতল ফ্রান্স।

১৮ মিনিটেই ক্রোয়েশিয়ার মান্ডজুকিচের মাথায় লেগে গোল আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স।ম‍্যাচের ২৭তম মিনিটে সেই গোল শোধ করে ১-১ করেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ।
কিন্তু ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্স কে আবার এগিয়ে দেন গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া বারবার আক্রমণ শানালেও ৫৮ মিনিটে দুর্দান্ত গোল করে ফ্রান্সকে ৩-১ গোলে এগিয়ে দেন পল পোগবা। ৬৫ মিনিটে আবার ফ্রান্সের হয়ে দুর্দান্ত গোল করে ফ্রান্সকে ৪-১ গোলে এগিয়ে দেন এমব‍্যাপ্পে। ৬৯ মিনিটে ম‍্যাচের শেষ গোল করেন ক্রোয়েশিয়ার মান্ডজুকিচ।
কিন্তু তারপর আস্তে আস্তে সময় অতিবাহিত হয়ে যায়।ম্যাচ হারতে চললেও ক্রোয়েশিয়ার সমর্থকেরা হাততালি দিয়ে খেলোয়াড়দের সমর্থন জানতে থাকে। কিন্তু বিধাতার লেখনি আর পাল্টানো গেলো না ।নতুন বিশ্বকাপ জয়ী কাউকে পাওয়া গেলনা।দুই যুগ পরে ফ্রান্স আবার জিতল বিশ্বকাপ।

ট্র‍্যাজিক হিরো

গোল্ডেন বুটের মালিক হলেন ইংল্যান্ডের হ‍্যারি কেন। ফিফার সেরা যুব ফুটবলার হিসেবে পুরস্কৃত হলেন এমব‍্যাপ্পে। গোল্ডেন গ্লাভস জিতলেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া।কিলিয়ান এমব‍্যাপ্পেকে হারিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।শেষে বিশ্বকাপের স্বপ্নের ট্রফি নিয়ে এমব‍্যাপ্পেরা বৃষ্টিভেজা মাঠে আনন্দে ভাসেন। অপেক্ষা আবার চার বছরের!

(ছবি- টুইটার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here