৩ বছর আগের মৃত ব্যক্তির নাম ক্ষতিপূরণের তালিকায়

0
258

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

তিন বছর আগে মারা যাওয়ার ব্যক্তির নাম আমপানে ক্ষতিপূরণের তালিকায় আসায় শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার শহিদ মাতঙ্গিনি পঞ্চায়েত সমিতির আলুয়াচক গ্রামে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুধীর মন্ডল। সে আলুয়াচক গ্রামের বাসিন্দা। তিন বৎসর আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কিন্তু আমপান ঝড়ে ক্ষতিপূরণের তালিকায় রয়েছে ওই ব্যাক্তির নাম। যার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Identity | newsfront.co
নিজস্ব চিত্র

মৃত ব্যক্তির পাঁচ ছেলের দাবি, তারা এই ব্যাপারে কিছুই জানেন না। পানের বোরজের খতিপুরণের কোন টাকা তারা পাননি। কীভাবে তাদের মৃত বাবার নাম ক্ষতিপুরণের তালিকায় এসেছে, সেই ব্যাপারে তারা কিছুই জানে না। তবে এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের কিছু নেতা ও নেত্রীরা এই দুর্নীতির ঘটনার সঙ্গে যুক্ত।

death certificate | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয়, তাদের অভিযোগ ওই এলাকার তৃণমূলের নেতারা আমপানের ক্ষতিপূরণের টাকা গরিব মানুষদের না দিয়ে তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের পাইয়ে দিয়েছে। পান বোরজের ক্ষতিপুরণের তালিকায় ২৭ জনের মধ্যে ১৯ জন ব্যক্তির কোন পানের বোরজই নেই। তাই বিজেপির দাবি, অবিলম্বে ঐ সকল অপাপ্য ব্যক্তির কাছ থেকে খতিপুরণের টাকা ফেরত নিয়ে গরিব মানুষদের দিতে হবে।

আরও পড়ুনঃ লকডাউন নয়, শুধু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেই শুনশান ডালখোলা

তবে মৃত ব্যাক্তির ছোটো ছেলে বিশ্বজিৎ মণ্ডল বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। শহিদ মাতঙ্গিনি ব্লকের বিডিও সুমন মণ্ডলের কাছে বিষয়টি জানার চেষ্টা হলে বিডিও সংবাদ মাধ্যমে এর সামনে কিচু বলতে চাননি। তবে ওই আলুয়াচক গ্রামের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল দেবাধিকারি জানান, ওই মৃত ব্যাক্তির ছেলের নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের তালিকায় টাইপিং মিসটেক হয়ে যাওয়ার জন্য এই বিভ্রান্তি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here