সিনেমায় চান্স দেওয়ার নামে প্রতারণা,ধৃত এক

0
115

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Fraud offer of the movies actor
ধৃত।নিজস্ব চিত্র

সিনেমা ও সিরিয়ালে কাজ পাইয়ে দেবার নাম করে মালদহের এক তরুণীকে প্রতারণার অভিযোগ।অভিযোগকারী তরুনী রিমা বিশ্বাস ও তুহিন কর্মকার নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছে নরেন্দ্রপুর থানায়। তরুণীর এক দাদার বন্ধুর মাধ্যমে পরিচয় হয় তুহিনের সাথে।তুহিন বনগাঁ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Fraud offer of the movies actor
অভিযোগকারী তরুনী।নিজস্ব চিত্র

সিনেমা ও সিরিয়ালে লিড রোল দেওয়ার নাম করে তরুণীর কাছ থেকে ৪৮ হাজার টাকা নেয়।কিন্তু লিড রোলের পরিবর্তে আমি সিরাজের বেগম নামে স্টার জলসার একটি সিরিয়ালে শুধুমাত্র মুখ দেখানোর সুযোগ পায় সে।এই বিষয়ে সে প্রতিবাদ জানালে তার কাছ থেকে ২২ হাজার টাকা আরও চাওয়া হয়।তা নিয়ে শুরু হয় বাদানুবাদ।নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

সেই অভিযোগের ভিত্তিতে সূত্র মারফত খবর পেয়ে গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় রিমা বিশ্বাসকে।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে একাধিক নাম বলে সে।আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে।সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন জানানো হয়েছে।তুহিন কর্মকার পলাতক।তার খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here