বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে রুরাল ট্রাফিক পুলিশের উদ্যোগে এদিন সমস্ত লরি চালক ও সহকারী চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুরাল ডিএসপি প্রবীর কুমার মন্ডল, রুরাল ট্রাফিক ওসি সঞ্জীব দও,ঘোষপুকুর থানার ওসি হিমাদ্রি শেখর দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।এদিন এই শিবিরে প্রায় শতাধিক লরি চালক ও সহকারী চালকের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঔষধ ও চশমা পেয়ে অত্যন্ত খুশি হয়েছে লরির চালক ও সহকারী চালকরা।তাই তারা রাজ্য সরকাররকে ধন্যবাদ জানান।অপরদিকে রুরাল ডিএসপি প্রবীর কুমার মন্ডল জানান যে শীতের সময় চালকদের চক্ষের সমস্যা দেখা দেয়।তাই সেই কথা মাথায় রেখে এদিন এই কর্মসূচি নেওয়া হয়েছে।এর পাশাপাশি আমরা সব সময়ই চাই সবাই যাতে ভাল করে চলাচল করতে এই শিবির করা হয়েছে।সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন মূলক বার্তা দেওয়া হয়।
আরও পড়ুনঃ আঠারো দফা দাবীতে প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডেপুটেশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584