নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
উদ্যোগী সংঘ সমাজ কল্যান সমিতির উদ্যোগে আরো একটি বিনামূল্যের বস্ত্র বিতরণ কেন্দ্রের উদ্বোধন হলো বৃহস্পতিবার। মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ৬/১ অঞ্চলের অন্তর্গত শ্রীরামপুর গ্রামের “আদর্শ যুব সংঘ” ক্লাবের ক্লাব ঘরে এই বিতরণ কেন্দ্রের সূচনা হল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক ড.শান্তনু পন্ডা, সমাজকর্মী শিক্ষক সুদীপ খাঁড়া, বিশিষ্ট ক্রীড়াবিদ প্রভাংশু রায়, উদ্যোগী সংঘের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবী রাহুল কোলে ও সংঘের সম্পাদক দেবাশীষ ভূঞ্যা, বিশিষ্ট সমাজসেবী তিমির বরন পড়িয়া, শ্রীরামপুর যুব সংঘের সভাপতি বৈদ্যনাথ রায়, নারায়ণ রানা সহ অন্যান্য সদস্যরা। এখান থেকে ৬২ জন পুরুষ-মহিলা সহ শিশু এখান থেকে বস্ত্র সংগ্রহ করেন।
কর্মসূচি সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শ্রীরামপুর যুব সংঘের সদস্যবৃন্দ। উদ্যোগী সংঘের সভাপতি রাহুল কোলে জানান, তাদের এই কর্মসূচি আগামীদিনে তাঁরা জেলাব্যাপী-এর বিস্তার ঘটাবেন, এইজন্য উনারা উনি সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি রক্তদানের ব্যাপারেও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুনঃ কাজী নজরুল ইসলাম চর্চা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা বহরমপুর স্টুডেন্টস্ হেল্থ হোমে
এছাড়াও আজকে প্রচেষ্টা ফাউন্ডেশনের সহায়তায় সারেঙ্গাশোল গ্রামে রাহুল কোলে ও সৌমেন দত্ত, নীল দাস প্রমুখের উপস্থিতিতে এদিন একটি বিনামূল্যের বস্ত্র প্রতিষ্ঠানের উদ্বোধন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584