মেয়ের জন্মদিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

health checkup | newsfront.co
নিজস্ব চিত্র

মেয়ের জন্মদিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ৫০০জন দুঃস্থ মানুষকে পাতপেড়ে খাওয়ালেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরার বাসিন্দা বরুণ চন্দ। একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ তথা বিশ্ব।

আর এই পরিস্থিতিতে কোন সামাজিক অনুষ্ঠান করা মানে করোনা সংক্রমণের রাস্তা করে দেওয়া। সেই কারণে পশ্চিম মেদিনীপুরের খাজরার বাসিন্দা বরুণ চন্দ তার একমাত্র মেয়ে কৃত্বিকা চন্দর জন্মদিন পালন করলো দুঃস্থ মানুষদের সাহায্য করে।

free health checkup | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার এলাকার দুঃস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ বিতরণ করেন তিনি। সেই সঙ্গে এদিন দুপুরে প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষকে রান্না করা খাবারের সাথে মিষ্টিমুখ করান বরুণ বাবু ও তার পরিবার। মেয়ের জন্মদিনে লকডাউনের চরম বিপর্যয়ে অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান মুক্তিপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির

জানা গিয়েছে বরুণ বাবু পেশায় একজন সরকারি কর্মচারী। তার একমাত্র মেয়ে কৃত্বিকা চন্দ। মেয়ের প্রথম জন্মদিনে অসহায় গরীব মানুষেদের কথা ভেবে নিজে দাঁড়িয়ে থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করেন তিনি।

দিনটিকে স্মরণীয় করতে আর্ত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করলেন বরুণ বাবু ও তার পরিবার। আগামী দিনেও অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকার অঙ্গীকারও করলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here