অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহরমপুরে সিভিল সার্ভিস কর্মশালা

0
1484

মীর রাকেশ রৌশান,মুর্শিদাবাদ:

সিভিল সার্ভিস এক স্বপ্নের পেশা।এই পেশায় প্রবেশের করতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হয়। আর পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত এই পরীক্ষায় সফলতার জন্য প্রয়োজন একাগ্রতা পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শক।

চলেছে কর্মশালা।

এই পথ প্রর্দশনের লক্ষেই অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ও অয়ন্তীকা মেমোরিয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বহরমপুর সাংবাদিক সঙ্ঘের হলে আজ ১৬ই সেপ্টম্বর অনুষ্ঠিত হয়ে গেল এক সেমিনার ও আলোচনা সভার। সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এই সেমিনারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সিভিল সার্ভিস পরীক্ষার বিশেষজ্ঞ প্রশিক্ষক ও অ্যাসিসট্যান্ট কমিশনার স্টেট জি এস টি আধিকারিক মাননীয় শ্রী সামীম সরকার মহাশয়,বহরমপুর মহকুমা শাসক মাননীয় শ্রী দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় মহাশয় এবং মুর্শিদাবাদ জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক মাননীয় ডা. নিরুপম বিশ্বাস মহাশয়।

বক্তব‍্যরত আ্যসিট্যান্ট কমিশনার স্টেট জি এস টি আধিকারিক সামীম সরকার ।

তাঁরা সেমিনারে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের পথ নির্দেশ দান করেন কিভাবে একাগ্রতার সঙ্গে মনোনিবেশের মাধ্যমে এই পরীক্ষায় সফল হওয়া যায়। একই সঙ্গে এই সেমিনারে উপস্থিত আগামী দিনের সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সফলতার পথ নির্দেশ দিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আধীনে কর্মরত সফল সিভিল সার্ভিস অফিসার অর্নিবাণ মজুমদার ,সন্দীপ ঘোষ, অভিজিৎ স্যানাল, অমিতাভ ভট্টাচার্য মহাশয়গণও।

উপস্থিত বহরমপুর মহকুমা শাসক মাননীয় শ্রী দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় মহাশয় এবং মুর্শিদাবাদ জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক মাননীয় ডা. নিরুপম বিশ্বাস ।

এই সেমিনারে প্রায় দ্বিশতাধিক সিভিল সার্ভিস পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।সফল সিভিল সার্ভিস অফিসারদের আলোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তারা সমৃদ্ধ হয় ।

 

ছবি -সায়ন্তন সাহা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here