নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
নির্বাচনের আগে ক্ষমতায় এলে জনগণকে নিখরচায় কি কি দেওয়া হবে তা নিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় দেশের অধিকাংশ রাজনৈতিক দল। এই নিখরচায় পাইয়ে দেওয়া (ফ্রিবিজ) কে কেন্দ্র করে একটি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন অশ্বিনী উপাধ্যায় নামে এক ব্যক্তি।
সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার তাদের পর্যবেক্ষণে জানিয়েছে ‘জনকল্যাণমূলক কর্মসূচি আর বিনামূল্যে খয়রাতি (ফ্রিবিজ) এক বিষয় নয়।’ সরকারি অর্থে খয়রাতি বন্ধের বিষয়ে একটি কমিটি গঠন করার কথাও বলেছে শীর্ষ আদালত। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের আগে অধিকাংশ রাজনৈতিক দল ভোটে জিতলে স্মার্টফোন, টিভি, ল্যাপটপ ইত্যাদি বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে এবং পরবর্তীতে তা পালন করেছে ফলে চাপ বেড়েছে সরকারি কোষাগারে।
আরও পড়ুনঃ জলঙ্গি ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ব্লকে সংস্কৃতি দিবস পালন
বিনামূল্যে জিনিস দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে ভোট চাওয়াকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রীও । এদিন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টও। এদিন প্রধান বিচারপতি বলেন যে, ভারতে দরিদ্র মানুষের সংখ্যা এখনও প্রচুর তাই ক্ষুধার্তদের খাদ্য দেওয়ার মত কর্মসূচীর প্রয়োজন আছে কিন্তু ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে বিনামূল্যে কিছু না কিছু পাইয়ে দেওয়ার প্রবণতা দেশের অর্থনীতির পক্ষে বিপদজনক তাই সেদিকে নজর দেওয়া প্রয়োজন। সরকারি অর্থে খয়রাতির রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584