পুজোর আগেই শহরে পরিশ্রুত জল

0
87

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

পুজোর আগেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরবাসিকে পরিশ্রুত পানীয় জল উপহার দিতে চলেছে রায়গঞ্জ পুরসভা।ইতিমধ্যেই রায়গঞ্জ পুরসভার ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি জল পৌছনোর কাজ শুরু হয়েছে জোর কদমে।

fresh water before puja | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জের মোট ২৭টি ওয়ার্ডে মোট চারটি জোনে ভাগ করে এই প্রকল্প চলছে।এরমধ্যে ২য় জোনে বাড়ি বাড়ি জল পৌছে দিতে পাইপ লাইনের কানেকশন দেওয়ার কাজ শুরু হলেও আগামী কয়েক মাসের মধ্যেই আরো দুটি জোনেও কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি রায়গঞ্জের চারটি জোনেই রয়েছে চারটি বৃহদাকৃতির জলাধার।

fresh water before puja | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকার বিভিন্ন দিক থেকে মাটি ও জলস্তর পরীক্ষা নিরীক্ষার পর অত্যাধুনিক মেশিনের সাহায্যে সেগুলি জলপুর্ণ করে পরবর্তীতে সেখান থেকে নির্দিষ্ট সময়ে নাগরিকদের বাড়িতে জল পৌছে দেওয়া হবে।

সন্দীপ বিশ্বাস,পৌরপিতা।নিজস্ব চিত্র
গৌরী মোদক, স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নদী ভিত্তিক পরিশ্রুত নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস

শুধু তাইই নয়,৩৪নং জাতীয় সড়কের বিপরীতে থাকা ওয়ার্ডবাসীদের এই জলের কানেকশন দেবার জন্য জাতীয় সড়ক খোদাই করতে অর্থ বরাদ্দ হয়েছে বলে পুরসভা সুত্রে খবর।

তবে এখনো জল সরবরাহ শুরু না হলেও আগামী কয়েকমাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে পরিশ্রুত পানীয় জল সাধারন নাগরিকদের বাড়িতে পৌছে যাবে এ পুরসভার তরফে জানানো হয়েছে।তাই এবারের পুজোয় এই পরিশুদ্ধ পানীয়জল উপহার পেতে চলেছে রায়গঞ্জবাসী এটা বলাই যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here