এবিটিএ-র উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

0
148

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) মেদিনীপুর গ্রামীন আঞ্চলিক শাখার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার বিকেলে।

নিজস্ব চিত্র

সংগঠনের জেলা দফতর গোলোকপতি ভবনে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।

পুরস্কার বিতরণ।নিজস্ব চিত্র

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ‍্যাপক বিশ্বজিৎ সেন। স্বাগত ভাষণ দেন আঞ্চলিক শাখার সম্পাদক শান্তনু সিনহা।উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জোনাল সভাপতি এস কে খাঁড়া।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন এবিটিএ’র সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, সভানেত্রী সবিতা মান্না,জেলার কোষাধ্যক্ষ সত‍্যকিংকর হাজরা সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। এদিনের সবুজায়নের বার্তা দিতে চারাগাছে জল ঢেলে অনুষ্ঠান শুরুর পাশাপাশি অতিথি ও বিচারকদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।

নিজস্ব চিত্র

বাংলা, হিন্দি,সাঁওতালি, উর্দু আবৃত্তি, বাংলা ও সাঁওতালি সঙ্গীত,গল্প বলা, প্রবন্ধ রচনা,অঙ্কন, তাৎক্ষণিক বক্তৃতা, সমবেত সঙ্গীত, নৃত্য, নির্বাচিত গদ‍্যাংশ‌ পাঠ সহ বিভিন্ন বিষয়ে শ্রেণী ভিত্তিক ৩২ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।

আরও পড়ুনঃ ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন ইসলামপুরে

প্রতিযোগিতায় গ্রামীণ আঞ্চলিক শাখার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী যোগ দেয়।এদিনই সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থানাধিকারীর আগামী ৮ ই সেপ্টেম্বর মেদিনীপুর চার্চ স্কুল আনুষ্ঠিতব‍্য মহাকুমা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

এছাড়াও এদিন মেদিনীপুর শহর শাখার প্রতিযোগিতা রবিবার হয় রাঙামাটি হাইস্কুলে এবং শালবনী শাখার প্রতিযোগিতা শনিবার হয় ভাদুতলা হাইস্কুলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here