বসন্তপুর এডুকেশন কলেজে নবীনবরণ ও সম্প্রীতির সাংস্কৃতিক অনুষ্ঠান

0
289

জৈদুল সেখ,বসন্তপুর, ডোমকল, মুর্শিদাবাদ

ডোমকল বসন্ত পুর এডুকেশন কলেজে ডি.এড, বি.এড এবং এম. এড প্রথমবর্ষের শিক্ষার্থীদের বরণ করার মধ্য দিয়েই অনুষ্ঠিত হলো বৈচিত্র্য পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনার দায়িত্ব ছিলো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডুকেশন সোসাইটির প্রধান ড. নজরুল ইসলাম, কিন্তু বিশেষ কাজ থাকাতে উপস্থিত থাকতে পারেননি।

দর্শকাসনে

অতিথি বরণ এবং উদ্বোধনী সংগীত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সভাপতিত্বে করেন বসন্ত লাল আগারওয়াল। এর পর গোলাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় প্রবীণ শিক্ষার্থীরা।

সঙ্গীতায়োজন

বর্তমান ভারতবর্ষের সম্প্রতি কে রক্ষা করার জন্য কবিতা পাঠ, একাঙ্ক নাটক ও বক্তৃতা, নৃত্য, যেমন খুশি সাজো এবং সঙ্গীত পরিবেশের আয়োজন করা হয়।

এখানে উঠে এসেছে বেকারত্বের জ্বালা, ট্রেনিং প্রাপ্ত শিক্ষার্থীদের চাকরি না পাওয়ার হতাশা। মৌলিক অধিকার কে কেড়ে নেওয়ার চক্রান্ত শিক্ষা থেকে সংবাদ মাধ্যম। অর্থাৎ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ করার জন্য মানুসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা। উঠে এসেছে অসহায় রোহিঙ্গা মানুষের কথা!

নৃত‍্যানুষ্ঠান

সাহিত্য সমাজের দর্পণ, শিক্ষার্থীদের সাহিত্য প্রতিভাকে তুলে আনতে দেওয়াল প্রত্রিকা প্রকাশিত করা হয়।
উপস্থিত ছিলেন বি.এড, এম. এড এর বিশিষ্ট শিক্ষক বিজন সরকার, অসীম সাজ্জাদ, ড. রাজীকুল ইসলাম, সঙ্কর লইটাল, তোহিদুল ইসলাম প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here