গজেন্দ্রর স্থলাভিষিক্ত খের

0
129

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট

ফিল্ম এ্যন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া(Film and Television Institute of India,Pune) এর নতুন চেয়ারম্যান হলেন অভিনেতা অনুপম খের।আজ গজেন্দ্র চৌহানের স্থলাভিষিক্ত হলেন জাতীয় পুরস্কার জয়ী 62 বছর বয়সী অভিনেতা অনুপম খের। অনুপম দীর্ঘদিন কাজ করেছেন হিন্দি চলচ্চিত্র ও মঞ্চে।তিনি একসময় ফিল্ম সেন্সর বোর্ড ও ন্যাশনাল স্কুল অফ্ ড্রামার ও প্রধান ছিলেন এক সময়।
দেশের শীর্ষ চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্র ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ্ ইন্ডিয়ার প্রধান হিসাবে সরকারী বিজ্ঞপ্তি জারির পর অনুপমের স্ত্রী বি জে পি সাংসদ কিরণ খের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “এই পদটিতে বসার যথেষ্টই যোগ্যতা রয়েছে ওঁর, আমি খুব খুশি। মোদীজী আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্মৃতি ইরানীকেও। ”

ছবি-টুইটার

গজেন্দ্র চৌহান ২০১৫ সালে দায়িত্ব নেন।  FTII এর চেয়ারম্যান থাকা কালীন তুমুল ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।ছাত্ররা তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। ছাত্র-ছাত্রীরা টানা ১৩৯ দিন স্ট্রাইকও করে।

বি আর চোপড়ার টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত ‘ -এ যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয় করে লাইম লাইটে আসেন গজেন্দ্র।দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে FTII এর চেয়ারম্যান হন বলে অনেকেই মনে করেন। শুধু FTII এর ছাত্র ছাত্রীরাই নয় সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তর মতো পরিচালক অভিনেতারাও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অনুপমের পদপ্রাপ্তির খবর আসার পর সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে চৌহান বলেন, “আমাকে সরানো হয়নি, মার্চেই আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here