ঝাড়গ্রামে ইদের আগে সংখ্যালঘু ভাইবোনেদের হাতে করোনা প্রতিরোধক

0
35

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ইদ উপলক্ষে ঝাড়গ্রামে তৃণমূলের পক্ষ থেকে দুঃস্থ সংখ্যালঘু ভাইবোনেদের ফল ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব ও ঝাড়গ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার গোবিন্দ সোমানি এদিন মোট ৩০টি দুঃস্থ পরিবারের হাতে রোগ প্রতিরোধক ওষুধ ” আর্সেনিক অ্যালবাম ৩০ ” তুলে দেন।

clothes distribute | newsfront.co
ফল ও নতুন বস্ত্র দান। নিজস্ব চিত্র

“আর্সেনিক অ্যালবাম’-এর পাশাপাশি প্রাক্তন কাউন্সিলার সকলকে এই ওষুধের ব্যবহার নিয়ে বলেন। তিনি বলেন,’এই ওষুধ খেলে শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে । এর ফলে আমাদের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়বে।’ শিশুদের ক্ষেত্রে ৩ ড্রপ ও বড়দের ক্ষেত্রে ৫ ড্রপ প্রতিদিন সকালে ব্যবহারের কথাও তিনি বলেন।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের হাতে খাবার তুলে দিলেন পুলিশ সুপার

এছাড়াও গোবিন্দ সোমানি বলেন , ‘সাত নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে এই ওষুধ দেওয়া হবে।’ ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব বলেন , ‘ইদ উপলক্ষ্য এলাকার দুঃস্থ সংখ্যালঘু মানুষের হাতে ফল ও নতুন বস্ত্রের পাশাপাশি করোনা ভাইরাসের প্রতিরোধক ওষুধ তুলে দেওয়া হল।’

ওষুধ হাতে পেয়ে মজিনা বিবি, মেহরুনা বিবিরা বলেন , ‘লকডাউনের শুরু থেকে অনেকেই ত্রাণ হিসেবে চাল , ডাল , তেল , নুন সহ কাঁচশাক সবজি দিয়েছে । কিন্তু এই প্রথম করোনা ভাইরাসের প্রতিরোধক ওষুধ পেলাম। হাতে পেয়ে খুব ভালো লাগছে। আমরা নিয়মিত সকলেই ব্যবহার করব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here