নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
তিন শতক জায়গা নিয়ে পুরনো বিবাদের জেরে একই পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ৭ প্রতিবেশীর বিরুদ্ধে।আক্রান্ত তিন জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকর গ্রামে। ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হরিশ্চন্দ্রপুর থানায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম সাইদুল ইসলাম(৩৫),শফিজান বিবি(২৫) ও রফিজান বিবি(৫৫)। অভিযুক্ত লতিফ শেখ, রসিদুল শেখ, আজিজুর আলী সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।আহত এবং তাদের আত্মীয়দের অভিযোগ, গত ৭ বছর আগে লতিফ শেখের দাদা এবং বৌদির কাছ থেকে তিন শতক জায়গা কিনেছিলেন সাইদুল ইসলাম।
এই নিয়ে গত পাঁচ মাস আগে দুই পরিবারের মধ্যে একটি গণ্ডগোলের জেরে একটি মামলাও হয়।রবিবার সকালে একটি নোটিশ আসে সাইদুল ইসলামের কাছে। এই নিয়ে আবার গণ্ডগোলের সূত্রপাত হয়। তারই জেরে ধারালো অস্ত্র নিয়ে রশিদুল শেখ সহ সাতজন চড়াও হয় সাইদুল ইসলামের পরিবারের উপর।ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন সাইদুল ইসলাম, শফিজান বিবি ও রফিজান বিবি। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরিজনেরা।সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে আহতদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে যেখানেই চিকিৎসাধীন তাঁরা।৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় হরিশ্চন্দ্রপুর থানায়।অভিযুক্তরা পলাতক।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584