পুলিশকে ধাক্কা দিয়ে ফেরার বিচারাধীন আসামি

0
115

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

 

Fugitive prisoner from pingla
ফাইল চিত্র

পশ্চিম মেদিনীপুরের পিংলায় নিজের স্ত্রীকে গায়ে আগুন লাগিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী সিতারাম সেনাপতি।মৃতার নাম সঞ্চিতা দাস (২৪)।ঘটনার সুত্রপাত আজ থেকে দুই মাস আগে।পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বলিশ্বরপুর গ্রামের ঘটনা।কলকাতার ব্যারাকপুর থানা সাউথ কোদালিয়া এলাকার বাসিন্দা সঞ্চিতা দাসের সঙ্গে সিতারাম সেনাপতির চার বছর আগে বিয়ে হয়।২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পারিবারিক বিবাদের জেরে সঞ্চিতার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয় বলে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সঞ্চিতার মা দুর্গাদাস।গায়ে আগুন লাগানোর পর থেকেই পলাতক ছিল সিতারাম সেনাপতি।

Fugitive prisoner from pingla
ফাইল চিত্র

অপরদিকে এই ঘটনার পরেই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি হওয়াতে পরে তাকে কলকাতার বাঙ্গুরে ভর্তি করা হয়।পরে কলকাতার বাঙ্গুরে মৃত্যু হয় সঞ্চিতার।মৃত্যুর পরেই সমস্ত ঘটনা লিখিত আকারে পিংলা থানায় জমা দেন মৃতের মা দুর্গা দাস।প্রায় দুই মাস গা ঢাকা দিয়েছিল সিতারাম সেনাপতি।দুর্গা দাসের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে কলকাতার ঠাকুরপুকুর থেকে সিতারামকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ।বুধবার অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হয়।আদালতে তোলার পর অভিযুক্তকে ৩ দিনের পুলিশি হেফাযতের নির্দেশ দেয় বিচারক।তারপর বুধবার রাতে পিংলা থানার লক-আপে থাকা কালীন অসুস্থতা বোধ করায় লকাপের বাইরে রাখা হয় আসামীকে।সেই সময় পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় ওই অভিযুক্ত।

আরও পড়ুনঃ সিউড়ি সংশোধনাগারে অনশনে বসল বিচারাধীন বন্দিরা

পুলিশ পেছনে ধাওয়া করলেও রাতের অন্ধকার থাকায় পালাতে সক্ষম হয় সিতারাম সেনাপতি।অপরদিকে পুলিশের লক-আপ থেকে খুনের আসামী পালিয়ে যাওয়ায় রিতীমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ তল্লাশি শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here