সবচেয়ে বেশি পণ্য নিয়ে হলদিয়ায় এল বিদেশি জাহাজ

0
37

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মহামারী ভাইরাসের মোকাবিলায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি বন্ধ ছিল এই ভাইরাসের কারণে। অবশেষে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ডকে সবচেয়ে বেশি পণ্য নিয়ে এল ইন্দোনেশিয়া জাহাজ এমভি বাল্ক।

Foreign Ship | newsfront.co
হলদিয়া বন্দরে আসা বিদেশি জাহাজ। নিজস্ব চিত্র

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক হলদিয়া বন্দরের পণ্য পরিবহণ ক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্য পূরণে শনিবার ‘এম ভি বাল্ক জাপান’ নামে একটি পণ্যবাহী জাহাজ হলদিয়া ডক কমপ্লেক্সের ৫ নম্বর কোল বার্থে এসে থামে।

আরও পড়ুনঃ ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এগোচ্ছে রাজধানীর দিকে

ইন্দোনেশিয়া থেকে জাহাজটিতে ৩৮,২০৭ মেট্রিক টন কয়লা আনা হয়েছে বলে খবর। যা দেশের বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত হবে। সাম্প্রতিক কালের মধ্যে এই জাহাজটি সবচেয়ে বেশি পণ্য নিয়ে হলদিয়া বন্দরে এল বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here