মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলা জুড়ে অবৈধ গাঁজা চাষ বেড়ে গেছে। অধিক মুনাফা লাভের আশায় কৃষক শ্রেণীর একটা অংশ এই চাষ করছে। আর এই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে চলছে অভিযান, কখনো পুলিশ কখনো বা আফগারী দফতরের তরফে। সাফল্য পেয়েছে তাঁরা আর ধ্বংস করা হচ্ছে বিঘার পর বিঘা গাঁজা ক্ষেত।
মানসাই নদীর পাড় সংলগ্ন ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের মাঘপালা ও ভোগডাবরি এলাকায় রমরমিয়ে চলছে গাঁজার চাষ। বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই দুই স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬০ বিঘা জমির গাঁজা গাছ দেখতে পান পুলিশ কর্মীরা। তারপর সেই গাঁজা গাছ ধ্বংস করল শীতলকুচি থানার পুলিশ।
আরও পড়ুনঃবিশ্ব ডুয়ার্স উৎসবের প্রস্তুতি ঘিরে উদ্দীপনা
শীতলকুচি থানার অন্তর্গত ওই দুটি গ্রাম শীতলকুচি ব্লক থেকে আলাদা করেছে মানসাই নদী। পুলিশ ও প্রশাসনকে প্রায় ৪০ কিলোমিটার ঘুরে ওই এলাকায় যেতে হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রমরমিয়ে গাঁজা চাষ করা হত সেখানে। গোপন সূত্রে খবর পেয়ে ওই স্থানে যায় পুলিশ ধংস করে গাঁজা চাষ। এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এধরনের অভিযান লাগাতার চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584