মনোনয়ন পত্র জমা দেওয়ার ঠিক আগের মুহূর্তে গলসিতে বদল বিজেপি প্রার্থী

0
74

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

মনোনয়ন জমা দিতে গিয়ে গলসির পূর্ব ঘোষিত প্রার্থী তপন বাগদী জানতে পারলেন দল তাঁকে সরিয়ে প্রার্থী করেছে বিকাশ বিশ্বাসকে। সোমবারই বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, বর্ধমানের গলসি কেন্দ্রে তপন বাগদির বদলে প্রার্থী হচ্ছেন বিকাশ বিশ্বাস। এই ঘোষণা শুনে বিস্মিত নতুন প্রার্থীও। তাঁর কাছেও এমন কোনও আভাস ছিল না বলেই জানা গিয়েছে।

bjp flag | newsfront.co
প্রতীকী চিত্র

আগামী ২২ এপ্রিল, ষষ্ঠ দফায় ভোটগ্রহণ বর্ধমানের গলসি কেন্দ্রে। তার আগে সোমবার বহু কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে গেরুয়া আবির মেখে মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন গলসির বিজেপি প্রার্থী তপন বাগদি।

Galsi BJP Candidate | newsfront.co

কিন্তু মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি জানতে পারেন, মনোনয়ন জমা দিতে তাঁকে নিষেধ করা হচ্ছে। পরে বেরিয়ে জানতে পারেন, গলসি কেন্দ্রে তাঁকে বাতিল করে বিকাশ বিশ্বাসকে প্রার্থী করছে গেরুয়া শিবির। এই ঘোষণায় তাঁর সঙ্গে থাকা অনুগামীরাও মুষড়ে পড়েছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর উর্দি পরিয়ে বাইরের লোক ঢোকানোর ছক বিজেপি-র, নন্দীগ্রামে অভিযোগ মমতার

দিন তিনেক আগেই তাঁকে পার্টি অফিসে ডেকে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া এমন ইঙ্গিত দিয়েছিলেন। তপন বাগদির কথায়, ”আমাকে সেদিন উনি ডেকে বলেছিলেন, প্রচার না করতে। কিন্তু আমার প্রার্থীপদ বাতিল হবে, সে বিষয়ে কিছু বলেননি। আমিও বুঝিনি। তাই মনোনয়ন জমা দিতে এসেছিলাম। এখন আমাকে আবার কথা বলে দেখতে হবে।”

আরও পড়ুনঃ ভোট-বাজারে ঘোড়া কেনাবেচা, বাংলার ইতিহাসে অচেনা ট্রেন্ড

অন্যদিকে, গলসি থেকে গেরুয়া শিবিরের নতুন প্রার্থী বিকাশ বিশ্বাসও ঘুণাক্ষরে কল্পনা করতে পারেননি যে এভাবে শেষমুহূর্তে লড়াইয়ের ময়দানে তাঁকে নামানো হবে। মূলত পানাগড়ের বাসিন্দা বিকাশবাবু কাঁকসার অযোধ্যা হাইস্কুলের শিক্ষক। আপাতত কাজের সূত্রে দুর্গাপুরে থাকেন। দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী।

”আজই জানতে পারলাম, গলসি থেকে আমাকে প্রার্থী করা হচ্ছে। আগে কিছু জানতাম না। আমি তো কয়েকদিন তপনদার হয়ে প্রচার করেছি। আজও তপনদার সঙ্গে দেখা করব, বুঝব সব। তারপর তাঁকে সঙ্গে নিয়েই প্রচার করবো,” জানিয়েছেন নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here