গান্ধীগিরিই অস্ত্র বিডিও সমীর রঞ্জন মান্না’র

0
53

নিজামুদ্দিন সেখ, রেজিনগর,মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদকে নির্মল জেলা ঘোষনার দৃঢ় সংকল্প নিয়ে ,দিবারাত্র বিনিদ্র প্রচেষ্টা চলেছে জেলা প্রশাসন থেকে ব্লক, ব্লক থেকে পঞ্চায়েত স্তরে । সেই উদ্দেশ‍্য বাস্তবায়নে ,কি ছুটির দিন কি কাজের দিন সবই এক করে কাজ করে চলেছেন বেলডাঙ্গা ২ ব্লকের বিডিও সমীর রঞ্জন মান্না মহাশয়।

কুয়াশাচ্ছন্ন ভোরেই বিডিও ও তাঁর টিম

ভোর বেলায় নির্মল বাংলার সেচ্ছাসেবক ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরা অভ‍্যাস তাঁর।

এদিন সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষন করেন সোমপাড়া ১নং গ্রাম পঞ্চায়েত এলাকা।পাশাপাশি খোলা আকাশের নীচে মল ত্যাগের ব্যাপারে গ্রামবাসীদের সচেতন করেন।
সচেতনতা প্রচারের কৌশল হিসাবে “গান্ধী গিরি ” একটি অন্যতম ফলপ্রুস প্রক্রিয়া।
খোলা জায়গায় শৌচকার্য করতে দেখলেই বাশি বাজিয়ে সর্তক করা হয়।তারপরই বুঝিয়ে বিষ্ঠাতে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।সমগ্র প্রক্রিয়ায় উপস্থিত থাকেন ব্লক প্রশাসন , নলেজ লিংক সহ নির্মলবাংলার সেচ্ছাসেবকরা।পাশাপাশি গ্রামের ছোট্ট ছোট্ট স্কুল বাচ্চাদের ও সামিল করা হয় এই প্রক্রিয়ায়।সেচ্ছাসেবক লালটু শেখ বলেন -“আমরা এই মহান কাজের সাথে যুক্ত হতে পেরে খুব খুশী”।মাঠে ঘাটে আর নয় পায়খানা ,বাংলা হোক নির্মল এই লক্ষ্যেই পথচলা সকলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here