নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আবারো শুরু হলো ভয়াবহ গঙ্গা ভাঙন। গতকাল সোমবার সন্ধ্যা থেকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের শিবপুর এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে যায় প্রায় ৮ টি বাড়ি। ফলে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের শিবপুর এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী ধানঘরা হিরানন্দপুর এলাকাতেও।
ইতিমধ্যেই গঙ্গা গর্ভে আটটি বাড়ি তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন প্রায় শতাধিক পরিবার।উল্লেখ্য গত বছরও ভয়াবহ গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছিল সামশেরগঞ্জ এলাকায়। তাই এবছর নতুন করে গঙ্গা ভাঙ্গন শুরু হতেই গতবছরের মতো ভিটেমাটি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের ।
আরও পড়ুনঃ ময়ূরাক্ষী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী
এদিকে ভাঙনের আশঙ্কায় আপাতত শিবপুরের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের বাসুদেবপুর হাইস্কুল ও জুনিয়র বেসিক স্কুলে থাকার বন্দোবস্ত করেছে প্রশাসন। অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584