ফের ভয়াবহ গঙ্গা ভাঙন সামসেরগঞ্জে, নদীগর্ভে তলিয়ে গেল লক্ষী মন্দির

0
101

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ফের ভয়াবহ গঙ্গা ভাঙন সামসেরগঞ্জে। বুধবার সাত সকালে ফের একবার ভয়াবহ গঙ্গা ভাঙন সামসেরগঞ্জের শিবপুর গ্রামে। নদী গর্ভে তলিয়ে গেল লক্ষী মন্দির। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে।

river erosion
গঙ্গা ভাঙন। নিজস্ব চিত্র

উল্লেখ, গত দুই বছর ধরে সামসেরগঞ্জের ধানঘরা, শিবপুর, হিরানন্দপুর, কামালপুর, ধুসরীপাড়া, ধুলিয়ান পৌর এলাকা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী ভাঙন আর ভাঙনের জেরে সর্বহারা বহু পরিবার।

Ganga erosion
নদী গর্ভে তলিয়ে যাচ্ছে মন্দির। নিজস্ব চিত্র

সরকারের তরফ থেকে ১৪৪ টি পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়। এখনো বহু পরিবার পায়নি পাট্টা। এদিকে, একের পর এক নদী ভাঙন ভিটে মাটি হারাচ্ছে অসহায় পরিবার গুলো।

স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আর সেই রেশ কাটতে না কাটতে,আবার জলস্তর কমার সময় ফের নতুন করে বুধবার সকলে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল বহু পুরোনো একটি লক্ষী মুন্দির। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জে।

আরও পড়ুনঃ কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরে শিক্ষকের সঙ্গে অসভ্য ব্যবহার বিএলআরও’র, ভিডিও ভাইরাল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here