শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হলো একটি বিশেষ বৈঠক। উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিভিন্ন ব্যাঙ্ক কর্তপক্ষ,পেট্রল পাম্পের মালিক,সোনার দোকানের মালিক ও শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা। বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর পুলিশ স্টেশনে। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আই সি পূর্ণেন্দু কুমার কুন্ডু, ওসি সমীর মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্যরা।
জানা গেছে, লকডাউন পরবর্তী সময়ে শহরে যাতে কোন ধরণের চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে করা হলো এই বিশেষ বৈঠক। এদিনের এই বৈঠক থেকে শহরের ব্যাবসায়ীদের বিভিন্ন গাইডলাইন দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ নিশিগঞ্জে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় গোটা দেশের সঙ্গে রাজ্যজুড়ে গত ২ মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন। লকডাউনের ফলে কাজ কর্ম হারিয়েছে অনেকেই। কিন্তু গত ৮ তারিখ থেকে লকডাউন ধীরে ধীরে উঠে যাওয়ার ফলে খুলতে শুরু করেছে বিভিন্ন দোকানপাট। শুরু হয়েছে যানচলাচল। এমন অবস্থায় কাজ কর্ম না থাকার ফলে সমাজবিরোধী লোকজন যাতে শহরের কোন দোকান কিংবা ব্যাবসায়িক প্রতিষ্ঠানে চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই কারণে বুধবার গঙ্গারামপুরের ব্যাবসায়ীদের নিয়ে করা হল এই বৈঠক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584