ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি কোচবিহার পুরসভায়

0
49

মনিরুল হক,কোচবিহারঃ

Gappi fish | newsfront.coডেঙ্গু প্রতিরোধে নিকাশি নালা ডোবা,পুকুর গুলিতে গাপ্পি মাছ ছাড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের এই লক্ষ্যে কোচবিহার শহরের বিভিন্ন নিকাশি নালা ডোবা গুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়।রাজ্যের স্বাস্থ্য ও মৎস্য দপ্তরের সহযোগিতায় কোচবিহার পুরসভা এইদিন এই কর্মসূচি রূপায়ণ করে।

Gappi fish | newsfront.co
নিজস্ব চিত্র

এইদিন নিউটাউন থেকে দক্ষিন খাগড়াবাড়ি পর্যন্ত পুর এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডে এই মাছ ছাড়া হয়েছে বলে জানান কোচবিহার পুরসভার পুরপ্রধান ভূষণ সিং তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে এই মাছ মশার লার্ভাকে নষ্ট করে দেয় এর ফলে ডেঙ্গুর প্রভাব অনেকটাই আটকানো যাবে।

vushan sing | newsfront.co
ভূষন সিং,পুর প্রধান। নিজস্ব চিত্র

এই দিনে এই কর্মসূচীতে কোচবিহার পুরসভার কাউন্সিলার,কর্মকর্তারা বাদেও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

এবিষয়ে কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন মশাকে আতুর ঘরে বিনিষ্ট করতেই রাজ্য সরকারের এই উদ্যেগ।

আরও পড়ুনঃ বাগডোগরা বিমানবন্দরে স্মারকলিপি যুব তৃণমূল কংগ্রেসের

কোচবিহার শহর পাশাপাশি কোচবিহার ১ ও ২ নং ব্লকেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে কোচবিহার শহরে ৫৮ হাজার, কোচবিহার ১ নং ব্লকে ৫০ হাজার ও ২ নং ব্লকে ৩০ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here