নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC) পক্ষ থেকে শনিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে শ্রমিকরা প্রায় এক ঘণ্টা গেট মিটিং এ সামিল হয়। এদিন কালচিনি চা বাগানে সকালে এক ঘণ্টা গেট মিটিং এ সমিল হন শ্রমিকরা।
তৃণমূলের চা বাগান সংগঠন চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন এর সম্পাদক ওমদাস লোহারা জানান,”কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে আজকের এই গেট মিটিং । চা বাগানের উন্নতির জন্য অসম সহ বিভিন্ন রাজ্যকে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করেছে কিন্ত আমাদের রাজ্যে কোনো সহযোগিতা করেনি।
আরও পড়ুনঃ গড়বেতায় বোমাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
এছাড়া প্রধানমন্ত্রী ৭টি বন্ধ চা বাগান অধিগ্ৰহণ করার কথা বলেও এখনও কিছু করেনি এসমস্ত কিছুর প্রতিবাদে আজ বিভিন্ন চা বাগানে শ্রমিকরা গেট মিটিংএ সামিল হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584