রাজ্য থেকে জেলা চলছে সন্ত্রাস, সাংবাদিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি গৌরী শংকর ঘোষ

0
113

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ বহরমপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির জেলা সভাপতি বিধায়ক গৌরী শংকর ঘোষ। আজকের বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভোট-পরবর্তী হিংসায় গোটা রাজ্য থেকে জেলা চলছে সন্ত্রাস।

Gauri Sankar Ghosh
গৌরী শংকর ঘোষ। নিজস্ব চিত্র

কিছুদিন আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিলেন বহরমপুরে, যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলে আশ্বাসও দেওয়া হয়েছে। অভিযোগ, তার আগে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন থানার আইসি, ওসি ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেইসব পরিবারগুলিকে অভিযোগ জানাতে নিষেধ করা হয়েছিল। এখন এমন পরিস্থিতি তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের বলা হচ্ছে হেরে গেলে গ্রামে ঢুকতে পয়সা দিতে হবে এবং যেসব বিজেপি কর্মী বাড়ির মা বোনেরা আছে তাদের মান-সম্মান হানি করা হচ্ছে। অথচ ধর্ষকেরা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুনঃ ২১ জুলাই রাজ্যজুড়ে শহিদ দিবসের পাল্টা মানবাধিকার দিবস পালন করবে বিজেপি

রাজ্যে আইন ব্যবস্থা বলে কিছুই নেই, বিজেপি কর্মী যাদের জমি আছে তাদের ফসল পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চালাচ্ছে প্রশাসন ও শাসক দল। বিজেপি কর্মীরা ভ্যাকসিন পাচ্ছেন না। এছাড়াও বিভিন্ন দিক গুলি নিয়ে প্রশাসনের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে কোথাও জোর করে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে আবার কোথাও বিজেপি কর্মীর বাড়িতে সুন্দর বউ বা মেয়ে থাকলে তৃণমূল নেতার বাড়িতে দিয়ে আসতে হবে, এইরকম নোংরামো চলছে রাজ্য ও জেলা জুড়ে। ভ্যাকসিনের টোকেন নিতে হচ্ছে তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে। প্রশাসক রাজনৈতিক দলের কর্মীর মতো কাজ করছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ মোদি সরকারের প্রথম ৫ বছরে রাষ্ট্রদ্রোহের মামলা ৩২৬, দোষী সাব্যস্ত ৬, তথ্য স্বরাষ্ট্রমন্ত্রক

যারা ভোট পরবর্তী হিংসার কবলে পড়েছে এবং অভিযোগ জানিয়েছে তাদের অবিলম্বে সুরক্ষা দিতে হবে। এছাড়া জমির পাট্টা নিয়ে দুর্নীতি চালাচ্ছে শাসক দল। গোটা রাজ্য জুড়ে ভুয়ো অফিসারে ভরে গেছে, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা ভুয়ো সরকার। এরাজ্যে যারা ভোটে হারে সে মুখ্যমন্ত্রী হয় আর যে ভোটে যেতে সে বিরোধী দলনেতা হয়।

প্রধানমন্ত্রীর আবাস যোজনা তালিকাতে যেন স্বচ্ছতা থাকে এবং যাদের প্রয়োজন তারাই যেন বাড়ি পায় না হলে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন গৌরীশংকর ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here