শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বংশীহারী ব্লকে প্রায় শতাধিক দুঃস্থ এলাকাবাসীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা জিডি চ্যারিটেবল সোসাইটি।শুক্রবার এই ব্লকের পাঞ্জারী পাড়া এলাকায় এক স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে প্রায় শতাধিক এলাকাবাসীর মধ্যে চাল, ডাল, আলু সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অভেদানন্দ মহাবিদ্যালয়ের
পাশাপাশি এলাকাবাসীকে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা দেন উপস্থিত চিকিৎসকরা। এছাড়াও সংস্থার পক্ষ থেকে আগত এলাকাবাসীদের মাস্ক বিলি করা হয়। এর পাশাপাশি পাঞ্জারী পাড়া বেস আন নুর মডেল স্কুলের উদ্যোগে আয়োজিত এই বিশেষ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন মহামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মোকলেসুর রহমান, উপপ্রধান মৃণাল কান্তি মাহাতো, শিক্ষাবিদ রাসনা উল আলম, বেস আন নুর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম, স্কুল কর্মকর্তা শওকত আলী ও লোকমান মিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584