নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
“বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল”—- এই কথার এক জব্বর সুর বেঁধেছিলেন লোকশিল্পী রতন কাহার। আর সেই গানকে নতুন আঙ্গিক দিয়ে র্যাপ ভিডিও ‘গেন্দা ফুল’ বানিয়েছিলেন র্যাপ আর্টিস্ট বাদশা।
ভিডিওয় তাঁর সঙ্গে দেখা যায় জ্যাকলিন ফার্নান্ডেজকেও। সেখানে রতন কাহারকে কৃতজ্ঞতাও জানাননি তিনি। আর তাতে চটেছিল নেটিজেন। বেশ ভালরকমের বিতর্ক আর সমালোচনার মুখে পড়েন বাদশা।
পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে যথাযোগ্য সম্মান দেন রতন কাহারকে। আর এবার রতন কাহারের সেই সৃষ্টি নিয়ে ফের সক্রিয় হলেন ইমন চক্রবর্তী, বিক্রম ঘোষ এবং দেবলীনা কুমার। ইমন গাইলেন ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল”।
আরও পড়ুনঃ ‘পাপ কা ঘড়া’, নতুন হিন্দি গানে অমিত কুমার
তবলায় বিক্রম ঘোষ। ইমনের গানে কোমর দোলালেন দেবলীনা কুমার। এই মিউজিক ভিডিওর পরিচালনায় অরিন্দম শীল। বাদশার তৈরি করা সেই র্যাপের সংযোজন রয়েছে অরিন্দম শীলের এই মিউজিক ভিডিওতে।
আরও পড়ুনঃ পুজোর আগেই প্রকাশিত হল ট্যালেন্ট আর্টস পাবলিকেশনের ‘ক্যানভাস’
সিউড়ি থেকে এসে গানের শুটিং করেছেন রতন কাহার। বিক্রম ঘোষ, ইমন চক্রবর্তী গানটিতে অভিনয়ও করেছেন। ভিডিওটিতে ‘কথাকলি’ ও ‘ছৌনাচ’-এরও ঝলক রয়েছে। ‘কথাকলি’ নেচেছেন রম্যানি রায়, প্রলয় সরকার। ছৌনাচে রাহুল নন্দী।
গানটিতে কি-বোর্ড বাজিয়েছেন সায়ন গাঙ্গুলি। ভিডিওটির ডি ও পি মধুরা পালিত। কস্টিউম করেছেন অভিষেক দত্ত। গানটি রিলিজ করার চার ঘণ্টার ভিতর তা পৌঁছে যায় এক লাখেরও বেশি মানুষের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584