ঘরে ঘরে দশভুজা

0
198

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নারী দশভুজা। এই বাক্যটি মানুষের মুখে মুখে ফেরে। সে একা হাতে ঘর এবং বাহির দুই সামলায়। কখনও সে অফিসের বস তো কখনও বসের বিশ্বস্ত কর্মচারী আবার কখনও সে অভিনেত্রী কিংবা পাইলট। আবার হয়ত এগুলির মধ্যে কোনওটিই সে নয়। কেবল গৃহিণী। ঘরের সব ঝক্কি তার কাঁধে। তার জীবনে বেঁচে থাকার পিছনে হয়ত আছে অনেক বড় লড়াই। কিন্তু নিজের প্যাশন বাঁচিয়ে রাখতে ঘরেই করে কোনও না কোনও উদ্ভাবনী কাজ।

Sohini | newsfront.co

ভাবছেন হঠাৎ কেন এত কথা নারীকূল নিয়ে? আসলে আকাশ আট চ্যানেলের যে সব মহিলা দর্শক ঘর সামলে বাইরেটাও সামলায়, তাদের এই দেবীপক্ষে আকাশ আট জানায় স্যালুট! তাদের সবসময় যে কোনও এক্সট্রা-অর্ডিনারী কাজ করতে হবে, সেটাও নয়। যে সব মহিলা সংসার সামলেও নিজের ইচ্ছায় প্যাশনটা বাঁচিয়ে রেখেছেন তারাও আকাশ আট -এর ‘দশভুজা’।

Sohini Sengupta | newsfront.co

দর্শকের নিজের বা তাদের পরিচিত কোনও বিবাহিত কিংবা অবিবাহিত মহিলার জীবনের লড়াইয়ের গল্প হোয়াটস অ্যাপ-এ লিখে বা ভিডিও করে পাঠালেই আকাশ আট তাদের দেবীপক্ষ থেকে (১৬ই অক্টোবর থেকে) তুলে ধরবে টেলিপর্দায়, সারাদিন আকাশ আট-এর নানা অনুষ্ঠানের মাঝে।

আরও পড়ুনঃ ‘গুলদাস্তা’য় অর্পিতা চ্যাটার্জির কোরিয়োগ্রাফার কে?

আর সেরা দশজনের গল্প তুলে ধরবে দশমীর (২৬ অক্টোবর) সকালে ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে। সরাসরি সকাল ৭ টায়। তাঁরা পেয়ে যাবেন ‘ঘরে ঘরে দশভুজা’ শিরোপা। তাঁদের উৎসাহ দিতে স্টুডিওতে থাকবেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

হোয়াটস অ্যাপ নম্বরঃ ৯৮৭৪৯৪৪৫৫৯

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here