নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঘাটালে দুষ্কৃতকারীদের দৌরাত্ম অাটকাতে ঘাটালে বসানো হচ্ছে ৬২ টি সিসি টিভি ক্যামেরা। ঘাটালের গুরুত্বপূর্ণ স্থানগুলি ছাড়াও এন্ট্রান্স গুলিতে লাইভ ক্যামেরা বসানো হয়েছে। ঘাটালবাসীর নিরাপত্তার জন্য অারও এক ধাপ এগিয়ে এল ঘাটাল পৌরসভা।
প্রায় দিন ঘাটাল শহরে দিনে দুপুরে ছিনতাই, মোটর সাইকেল চুরির মত ঘটনা ঘটত। কিন্ত ক্যামেরা না থাকায় অনেক সময় পুলিশ স্ট্রেস করতে পারত না। এখন তা সহজেই হবে এবং রাতেও কোন সমস্যা হলে বা কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইলে ক্যামেরায় দেখে তা দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে বলে পুলিশ অাধিকারীকরা মনে করছে। ঘাটাল থানার সাথে সংযোগ রয়েছে হুগলি জেলা, হাওড়া জেলা। অনেক সময় রাতের বেলা দুষ্কৃতকারীরা পাশের জেলা থেকে এসে চুরি ডাকাতি করে চলে যায়। এখন সেই কাজ করা কঠিন হয়ে যাবে কারন সমস্ত জায়গা ক্যামেরার অাওতার মধ্যে থাকছে। কোন কিছু ঘটলে থানা ছবি দেখে তৎক্ষনাৎ ব্যবস্থা নিতে পারবে। ঘাটাল থানা থেকে ২৪ ঘন্টা লাইভ অপারেট করা হবে বলে সূত্রের খবর ।
আরও পড়ুনঃ নিরাপত্তার ঘেরা বলয়ে কাঁথি মহকুমা আদালত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584