ডায়েরিয়ার প্রকোপে ধুঁকছে ঘাটাল

0
35

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের ডায়েরিয়ার প্রকোপ দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতে। সম্প্রতি ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌর এলাকাতে ডায়েরিয়ার প্রকোপে পড়েছে এলাকাবাসী। গত দু’দিন ধরে ওই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় কুড়ি জন পেটের সমস্যা নিয়ে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

Ghatal is suffering from diarrhea
ঘাটালের ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। নিজস্ব চিত্র

হাসপাতালে এতজন রোগী পৌঁছাতেই টনক নড়ে স্বাস্থ্য দফতর ও পৌরসভার। এলাকায় মেডিকেল টিম পৌঁছে দেখেন গ্রামে আরও অনেক রোগাক্রান্ত মানুষ রয়েছে। মেডিকেল টিম চিকিত্সা শুরু করেছে।

Ghatal is suffering from diarrhea
আক্রান্ত। নিজস্ব চিত্র

পৌরবাসীর অভিযোগ পানীয় জলে মিলছে কেঁচো। স্বাস্থ্য দফতরেরও দাবি, পানীয় জল থেকেই ছড়িয়েছে এই জলবাহিত সংক্রমণ। ক্ষীরপাই পৌর এলাকার বেহাল নিকাশিও ধরা পড়েছে।

Ghatal is suffering from diarrhea
সনাতন হাঁসদা, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

যে কারণে দিন দিন ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে এলাকায়। ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দূর্গাসংকর পান বলেন, কয়েকটি ওয়ার্ডে আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে।

Ghatal is suffering from diarrhea
কালু সরেন, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

গত ৬ নভেম্বর পাশের এলাকা চন্দ্রকোনা ১ ব্লকের হীরধরপুর গ্রামে বহু মানুষ ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন । সেক্ষেত্রেও পানীয় জলের সমস্যাই কারণ ছিল বলে স্বাস্থ্য দফতর জানিয়েছিল। বন্যা কবলিত নীচু এলাকার ক্ষীরপাইতেও এবার একই কারণ বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here