নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের ডায়েরিয়ার প্রকোপ দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতে। সম্প্রতি ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌর এলাকাতে ডায়েরিয়ার প্রকোপে পড়েছে এলাকাবাসী। গত দু’দিন ধরে ওই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় কুড়ি জন পেটের সমস্যা নিয়ে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে এতজন রোগী পৌঁছাতেই টনক নড়ে স্বাস্থ্য দফতর ও পৌরসভার। এলাকায় মেডিকেল টিম পৌঁছে দেখেন গ্রামে আরও অনেক রোগাক্রান্ত মানুষ রয়েছে। মেডিকেল টিম চিকিত্সা শুরু করেছে।

পৌরবাসীর অভিযোগ পানীয় জলে মিলছে কেঁচো। স্বাস্থ্য দফতরেরও দাবি, পানীয় জল থেকেই ছড়িয়েছে এই জলবাহিত সংক্রমণ। ক্ষীরপাই পৌর এলাকার বেহাল নিকাশিও ধরা পড়েছে।

যে কারণে দিন দিন ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে এলাকায়। ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দূর্গাসংকর পান বলেন, কয়েকটি ওয়ার্ডে আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে।

গত ৬ নভেম্বর পাশের এলাকা চন্দ্রকোনা ১ ব্লকের হীরধরপুর গ্রামে বহু মানুষ ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন । সেক্ষেত্রেও পানীয় জলের সমস্যাই কারণ ছিল বলে স্বাস্থ্য দফতর জানিয়েছিল। বন্যা কবলিত নীচু এলাকার ক্ষীরপাইতেও এবার একই কারণ বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584