হরষিত সিংহ,মালদহঃ
বুধবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ামকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্নাতক স্তরের ফুড এন্ড নিউট্রিশেন বিভাগের ছাত্র ছাত্রীরা। পরীক্ষার্থীদের অভিযোগ, সিলেবাসের বাইরে থেকে তাঁদের প্রশ্ন এসেছে। উল্লেখযগ্য ৩১জুলাই থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরের পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা। পুরাতন মালদহের গৌড় কলেজের সিট পড়েছে গাজোল কলেজে। এদিন সেখানেই পরীক্ষা দিতে যান গৌড় কলেজের পরীক্ষার্থীরা।
পরীক্ষা দিতে বসে সমস্যায় পড়েন ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, তাঁরা যা প্রশ্নপত্র পেয়েছেন তার আশি শতাংশের বেশি সিলেবাস বহির্ভূত। প্রথম পত্রের প্রশ্নপত্র হাতে পেয়েই তাঁদের মাথায় হাত পড়ে। দেখেন, যা প্রশ্নপত্র রয়েছে, তার আশি শতাংশের বেশি সিলেবাস বহির্ভূত।বিষয়টি তারা এদিনই তাদের কলেজ কর্তৃপক্ষকে জানায় কিন্তু সমস্যা সমাধানের কোন আশ্বাস না পেয়ে এদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584